যদি দেওয়ালটা না থাকতো

শৌনক গোস্বামী শৌনক গোস্বামী

যদি দেওয়ালটা না থাকতো
তাহলে জানাই যেত না
জীবনের এক প্রশ্নের উত্তর ।
ভাবতেই থাকতাম দিনের পরে দিন
কেন এই দেওয়াল ?
শুনলাম আমি দেওয়ালের ওপার থেকে
যাবনা আমি ও ঘরে ।
পেয়েছি কন্ঠে দূরত্বের এক ঘ্রাণ ।
বুঝেছি দেওয়াল কত দূরত্ব গড়ে
বুঝেছি দেওয়ালখানি ছিল বলে
না দেখাতে গড়েছে কত কিছু ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন