সাধু সঙ্গ
শৌনক গোস্বামী
সাধুর স্নিগ্ধ পরশ
ধুয়ে দেয় যত মল
ধূলি হয়ে ওঠে রেণু
পিতা মাতা হয় ভগবান
অমানীকে দিই মান ।
সাধুর স্নিগ্ধ পরশ
অফুরান অফুরান
জীবনের ক্লেদ অবসান ।
শক্তির জাগরণে
মানবতা অনাবৃত
যে দিকেই আঁখি মেলি
শীতল শীতল ভাবি
সাধুর স্নিগ্ধ পরশ ।
ধুয়ে দেয় যত মল
ধূলি হয়ে ওঠে রেণু
পিতা মাতা হয় ভগবান
অমানীকে দিই মান ।
সাধুর স্নিগ্ধ পরশ
অফুরান অফুরান
জীবনের ক্লেদ অবসান ।
শক্তির জাগরণে
মানবতা অনাবৃত
যে দিকেই আঁখি মেলি
শীতল শীতল ভাবি
সাধুর স্নিগ্ধ পরশ ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৭১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
সুন্দর উপস্থাপনের জন্য সাধুবাদ প্রাপ্য