অভিমানের সবুজায়ন

সামস রবি সামস রবি

কেন এত অভিমানের রোদ্দুর বন্ধু
নিয়ে এসো ছায়া ঢাকা বিকেল,
নিয়ে এসো ভোরের শীতল বাতাস
দূর করে সব কালো অন্ধকারের গ্লানি।
মেঘে ঢাকা শহর থেকে চলে এসো গ্রাম্য সবুজ অরণ্যে
ভালোবাসার হবে সবুজায়ন, প্রশান্তির নিঃশ্বাস নাও প্রান খুলে।
ভালোবাসা কখনো ক্লান্ত হয় না
কখনো তৃপ্তির ঢেঁকুর তুলে, পরিশ্রান্ত চোখে নিদ্রা নিয়ে তন্দ্রা আসে না।
যে ভালোবাসা ক্লান্ত হয়ে তন্দ্রা আসে;
তা ভালোবাসা নয়, দূরভিসন্ধি কালের চাহিদা।
প্রকৃতির অভিমান লুফে নাও; তা প্রেমময়
কৃত্রিম অভিমান পুষো না মনে; তা প্রেমের করে ক্ষয়।
শর্তহীন পথ চলার শপথ কর বন্ধু
নুয়ে পড়া দৃষ্টি ক্ষিপ্ত রাখো পথের প্রাণে।
যদি প্রেম দিতে তোমায় কার্পণ্য করে,
তবে আদায় করে নাও।
শরীরের ভাজে যখন বয়সের ভার,
তখনও যদি তোমার ভেজা চুলের গন্ধে শিহরিত হয় তাঁর স্পন্দন,
তবে সে-ই তো প্রেমিক পুরুষ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন