অস্থির অনুভূতি

সামস রবি সামস রবি

যে দিন তুমি প্রথম শাড়ি পড়ে এসেছিলে
সে দিন আমি নতুন করে প্রেমে পড়েছিলাম
আমি কখনও হুর দেখি নাই, পরীও দেখি নাই,
তাই মিলাতে পারি নাই তুমি কি?

অবান্তর প্রশ্ন করলে, তোমাকে কেমন লাগছে?
মুখদ্ধতায়, আমাকে অস্থির করে তুলেছিল।
আমি অবাক পলকহীন দৃষ্টিতে তাকিয়ে ছিলাম,
খুঁজে পাচ্ছিলাম না কি বললে আমার মুখদ্ধতার পূর্ণতা পায়-
;যা আমি কখনও বলে, লিখে তোমাকে খুশি করাতে পারবোনা,
ঠিক অতটুকু মুখদ্ধতা ছড়িয়ে আছ।
তুমি ছোট্ট করে একটা মিষ্টি হাসি দিলে-
তোমার সেই গোলাপের পাপড়ির নিচে
বাম দিকের কোণায় একটা মায়াবী তিল,
আমার কাছে নেই সে অনুভূতির বর্ণনা
আমি আজও ভেসে যাই তাহার-ই কল্পনায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন