কী হলো কী? কানে তোমার
যায় না বুঝি আমার কথা?
কাল বিকেলে কোথায় ছিলে?
কেউ কী ছিলো তোমার পাশে
শপিং মলের কফি শপে?
কে ছিলো কাল তোমার সাথে?
চিনি আমি? আমার চেনা?
ঐ ছেলেটা নয়তো আবার?
যে ছেলেটা সারাক্ষণই
ইন্সট্রাগ্রাম আর ফেসবুকেতে
ইমো দিয়ে ভরিয়ে রাখে?
বন্ধু নাকি না অন্য কিছু?
আজকাল খুব সাজছো দেখি?
হরহামেশাই পরছো শাড়ি
টিপের বাহার রেশমী চুড়ি
এসব দেখে গা জ্বলে যায়
ওসব আবার পোশাক নাকি?
আমার দেওয়া সেই ঘড়িটা
এখন দেখি আর পরো না
আমার দেওয়া পাসওয়ার্ডটাও
পাল্টে নিলে কদিন হলো
নাকফুলটা কে দিয়েছে?
বাড়িওয়ালার ছেলে বুঝি?
বুঝি আমি সবই বুঝি
কি ভেবেছো আমায় তুমি?
কী হলো কী আমার কথা
যায় না বুঝি তোমার কানে?
কখন থেকেই দেখছি আমি
চ্যাট করছো ম্যাসেঞ্জারে
কার সংগে এতো আলাপ?
ঘাড়ে ওটা কিসের চিহ্ন?
কেমন কেমন লাগছে যেনো?
কিসের গন্ধ চুলের মধ্যে
শিশা নাকি সিগারেটের?
কথা তোমার যায়না কানে?
ফোন করলে বিজি আসে
কার সংগে কথা বলো
রাত-বিরেতে সন্ধ্যা দুপুর?
বারান্দাতে দাঁড়িয়ে থাকো
কার জন্যে বিকেল বেলায়?
এই যে আমি এতো কথা
বলছি তোমায় তখন থেকে
আমার কথা যায়না কানে?
কী হলো কী উত্তর দাও?
সমস্যাটা কোথায় তোমার?
উত্তর দাও? উত্তর দাও?
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন