জীবনটাকে এখন আমি
কোন জীবনে রাখি বলো?
কোন জীবনে রাখলে জীবন
তোমার ও মুখ পড়বে না আর
আমার মনে কোনোদিনও
তোমার ও মুখ এখন আমায়
হরহামেশা খাচ্ছে কুড়ে
রাত্রি সকাল সন্ধ্যা দুপুর
উপুড় করা জীবন নিয়ে
আর পারিনা থাকতে আমি
তোমার স্মৃতি আগলে নিয়ে
আর পারিনা আর পারিনা
ডানে বামে যে দিকে যাই
উপর নীচে যেদিক তাকাই
কোথা থেকে হঠাৎ তুমি
উড়ে এসে জুড়ে বসো
সেই তুমি তো কবেই গেছো
আমায় ছেড়ে আমায় ফেলে
এখন দেখি ছিলে যখন
তার চেয়ে তো বেশী আছো
আমার ভেতর ফলার মতো
চিরে চিরে কাটছো আমায়
খাচ্ছো আমার মাথার মগজ
এক জনমের কসম খেয়ে
সেই যে গেলে আমায় ফেলে
সেই যে গেলে লাভ কী হলো
এখন আমি কোথায় যাবো
কোন জীবনে মুখ লুকাবো
এখন আমি কোন জীবনে
রাখবো জীবন তুমিহীনী
কোন জীবনে বাঁচবে জীবন
তুমিহীনী তুমিহীনা
৮০

মন্তব্য করতে ক্লিক করুন