বাবা তুমি মস্ত আকাশ
আমার ছায়াবাড়ি,
বাবা তুমি সবটুকু সুখ
মায়ের আলতা শাড়ি।
বাবা তুমি শান্ত নদী
গোপন ঘরে কাঁদো,
তোমার চোখের কান্নাটুকু
কেউ দেখেনি আজও।
বাবা তুমি কষ্ট বুকে
হাসতে পারো রোজই,
ভেজা চোখে আজও বাবা
তোমার ছায়া খুঁজি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন