বুক পকেটের প্রেম

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

কত প্রিয়জন নীরবে হারায়
স্বার্থের ধূলোপথে,
প্রথম প্রেম বা শেষ প্রেম বলে
নেই কিছু পৃথিবীতে।

অপেক্ষা নিয়ে মূর্খের মতো
বেঁধো নাকো বুকে জ্বর!
বুকের পকেটে যেই প্রেম থাকে
সে প্রেমই ঈশ্বর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন