রৌদ্র এসে, আলতো হেসে
ছুঁয়েই দিলো হাত,
হলুদ পাখি গান শুনিয়ে
বললো সুপ্রভাত।
মনের খবর কেউ নিলো না
রাখল না কেউ খোঁজ,
দু’চোখ মুছে এখন আমি
হাসতে শিখি রোজ।
রৌদ্র এসে, আলতো হেসে
ছুঁয়েই দিলো হাত,
হলুদ পাখি গান শুনিয়ে
বললো সুপ্রভাত।
মনের খবর কেউ নিলো না
রাখল না কেউ খোঁজ,
দু’চোখ মুছে এখন আমি
হাসতে শিখি রোজ।
মন্তব্য করতে ক্লিক করুন