হাসতে শিখি রোজ

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

রৌদ্র এসে, আলতো হেসে
ছুঁয়েই দিলো হাত,
হলুদ পাখি গান শুনিয়ে
বললো সুপ্রভাত।

মনের খবর কেউ নিলো না
রাখল না কেউ খোঁজ,
দু'চোখ মুছে এখন আমি
হাসতে শিখি রোজ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন