শুভশ্রী রায়

কবিতা - আহ্ গ্রহ বৃহস্পতি

লেখক: শুভশ্রী রায়

বৃহৎ তিনি, আমাদের সৌর জগতের গ্রহ বৃহত্তম
সমস্ত বৈশিষ্ট্যই তাঁর কৌতূহলোদ্দীপক ও উত্তম
তিনি পুরোটাই হরেক রকম গ্যাস দিয়ে ভরাট
হাইড্রোজেন ও হিলিয়াম প্রধানত করে রাজপাট
তাঁর উনআশিটি চাঁদ আবিষ্কৃত এখনো, আগ্রহ!
গ্যানিমেড চাঁদ তার, সৌরজগতের বৃহত্তম চন্দ্র
একখানি দিন বৃহস্পতির স্থায়িত্ব মোটে ঘন্টা দশ
ঘুমোতে বাসলে ভালো এই গ্রহের হব না তো বশ!
ফের বৃহস্পতির একটি বছর এগারো ধরা’র মাপে
কত কিছুই যে বিস্ময়ের অভাবনীয় তথ্যের খাপে।
জ্যোতিষ বিদ্যা বলে বৃহস্পতিই আনেন প্রফুল্লতা
জ্যোতিষ না মানলেও দেওয়া যায় এইটুকু বারতা
অভিধা তাঁর রোমান দেবতারাজা জুপিটারের নামে
দিলুম মাত্র ক’টি তথ্য, আসুক বা না আসুক কামে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন