শনিবার,

আলোর শাড়ি

Author Avatar শুভশ্রী রায়

আকাশ, গায়ে তোমার বহুমূল্য চুমকি দেওয়া শাড়ি
খুব সুন্দর, মহার্ঘ! আমিও কী অমন পরতে পারি?রয়েছে আমার কিছু পোষাক, নয় এতটা উজ্জ্বল
সহজেই বাজী মেরে বেরিয়ে যায় বান্ধবীদের দল
তাই দাও না আমায় পরতে তোমার আলোর শাড়ি!
জড়িয়ে গায়ে পৌঁছে যাব উঁচু-ভালোর শেষ বাড়ি।

এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন