কবিতা - বৈরাগ্য শুভশ্রী রায় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা অনেক জিজ্ঞাসা নিয়ে যুগযুগ হেঁটে গ্যাছে উদাস এই পথ উদার বৈরাগী ধুলোয় মিশে আছে অসংখ্য ধর্মগত মত। সহজিয়া অনুভব এ পথের সাথেসাথে বাতাস হয়ে ওড়ে দিগন্ত ছুঁয়ে তারপর এ পথ আমারই ভেতরে আসে ঘুরে। ♥ ০ পরে পড়বো ২৪২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন