কমরেড রাগুন্তি
কবি - শুভশ্রী রায়
জানি, কমরেড আজকাল রেগে থাকে বড্ড
কারু কারু কাছে হয়ে গেছে অন্যায্য জব্দ।
এমনিতে হাসিখুশি ধাত তার
তবে রাজনীতি হিংস্র বিস্তার
প্রভাবিত কমরেড বলে ফেলে রাগুন্তি শব্দ।
জানি, কমরেড আজকাল রেগে থাকে বড্ড
কারু কারু কাছে হয়ে গেছে অন্যায্য জব্দ।
এমনিতে হাসিখুশি ধাত তার
তবে রাজনীতি হিংস্র বিস্তার
প্রভাবিত কমরেড বলে ফেলে রাগুন্তি শব্দ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন