ইনকা,শোনো সোনা ছড়া লেখা একটা বিরাট শিল্প
নয় তো হাল্কা চালের ফালতু কোনো চাটুফাটুর গল্প
দীর্ঘ দিনের ফসল ছড়া, বাস্তবের সঙ্গে মায়া যোগ!
পৃথিবীটাকে দেখতে শেখ দিয়ে কল্পনারই চোখ।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন