কবিতা - লিমেরিক পুষি মাফ শুভশ্রী রায় অন্যান্য কবিতা আমার পুষি এমনিতে বেড়াল নয় খারাপ মাঝে মাঝে করে ফেলে দুটো একটা পাপ এক দিন সে ভাঙল আমার প্রিয় কাপ ফলে সাইজে সেই পেয়ালা এখন হাফ তবে পুষি এতই প্রিয় যে করে দিয়েছি মাফ। ♥ ০ পরে পড়বো ২৩১ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন