শুভশ্রী রায়

কবিতা - পাহাড়ি ঘোড়ায় সোহম

শুভশ্রী রায়

পাহাড়ি ঘোড়ায় চড়বে সোহম আজ,
ভাবছি ঘোড়ার সঙ্গে তাকেও পড়াব সাজ!
কী রকম? রাজবেশ না যোদ্ধার পোশাক?
এইখানে মুশ্কিল, আসছে কত রকম মতামতও।
রাজবেশ পড়লে প্রশ্ন উঠবেই, কোথাকার রাজা?
আর যোদ্ধাবেশী শিশু কাউকে না করে দেয় হতাহত!

২৭৭
মন্তব্য করতে ক্লিক করুন