শুভশ্রী রায়

কবিতা - প্রিয় ঘাতক

শুভশ্রী রায়
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা

হৃদয়ে ঢুকে গ্যাছে সে কোন ঘাতক?
মারতে পারিনি তাকে যদিও ঘোর পাতক,
বহন করছি তাই নিজেরই মৃত্যুশোক
খুনির প্রিয়তা নিয়ে একটু কবিতা হো’ক।

পরে পড়বো
২২১
মন্তব্য করতে ক্লিক করুন