যে দিক থেকেই দেখ,
রাষ্ট্র্র বিধিবদ্ধ খুনী ছাড়া কিছু নয়,
দিনরাত সন্ত্রাস করছে জড়ো।
প্রকাশ্য দিবালোকে, অপ্রকাশ্য রাতে
আইন প্রয়োগ করে মানবিকতার সমস্ত আইন ভেঙে দিচ্ছে যে রাষ্ট্র, তাকে আমি চাই না।
উর্দি পরা বা উর্দিবিহীন, মানুষখেকো ব্যবস্থার অবিচলিত সেবকদের আমি ভয় পাই না।
আমি রাষ্ট্রবিরোধী কবি, সাহস থাকলে জেলে ভরো।