সামনের পুজো

শুভশ্রী রায় শুভশ্রী রায়

কী বা জানি, সামনের বছর কেমন হবে পুজো!
মনকে বলি- দূর গাঁয়ে দেবী দুর্গাকে তুমি খুঁজো।
কাশের হাসি, মেঠো সাজে পুজো আড়ম্বর ছাড়া
নিষ্ঠা ও ভক্তি সহ আরাধনা দেখতে যাবে কারা?
কেউকেটা নাই যাক, ঠিক যাব মন আর আমি!
ঢালাও আন্তরিকতা- আমাদের কাছে বড্ড দামী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন