শুভশ্রী রায়

কবিতা - সামনের পুজো

লেখক: শুভশ্রী রায়

কী বা জানি, সামনের বছর কেমন হবে পুজো!
মনকে বলি- দূর গাঁয়ে দেবী দুর্গাকে তুমি খুঁজো।
কাশের হাসি, মেঠো সাজে পুজো আড়ম্বর ছাড়া
নিষ্ঠা ও ভক্তি সহ আরাধনা দেখতে যাবে কারা?
কেউকেটা নাই যাক, ঠিক যাব মন আর আমি!
ঢালাও আন্তরিকতা- আমাদের কাছে বড্ড দামী।

১৬৯
মন্তব্য করতে ক্লিক করুন