শুভশ্রী রায়

কবিতা - সেরা ভিক্ষুক

শুভশ্রী রায়

কে সে দুনিয়ার সেরা অসহ্য মিঠা নরমসরম গোল মতো ভিক্ষুক?
কখনো দু পায়ে দাঁড়িয়ে কখনো বা বসে মুখ তুলে চায় বিস্কুট!
সে এক শশক, প্রাণের চেয়েও বেশি প্রিয় খরগোশ
সোনা স্যান্ডি
এভাবে চাইলে বিস্কুট কেন রে , মনে হয় তোরই জন্য জান দি’।

১৮৩
মন্তব্য করতে ক্লিক করুন