কোনো এক বর্ষাকালে
আহা বাদল ঢালে,
হেলেদুলে হাসিমুখে
গেছিল সোহম স্কুলে!
টিফিনে খেলেধুলে,
জলেতে কাদা গুলে
ঝপাং ঝপাং লাফে
ফেরা; টিফিনবক্স ভুলে!
কোনো এক বর্ষাকালে
আহা বাদল ঢালে,
হেলেদুলে হাসিমুখে
গেছিল সোহম স্কুলে!
টিফিনে খেলেধুলে,
জলেতে কাদা গুলে
ঝপাং ঝপাং লাফে
ফেরা; টিফিনবক্স ভুলে!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন