স্পষ্টবাদী, জেদি এক দীর্ঘদেহী কমরেড
হৃদয়ে আমার পাকাপাকি বাড়ি করে আছে
তাই জীবন হয়েছে কিছুটা সহনীয়
যদিও সহ্যের সীমায় পৌঁছে নিরুপায় জানি
আমি তো দূরের কথা, এমন কী
আমার কবিতাও নয় তার কাছে গ্রহণীয়।

২০০
মন্তব্য করতে ক্লিক করুন