সবুজ সবুজ জীবনরঙা পাখী!
তোর সঙ্গে আলাপ হওয়া বাকী,
তোর ডানায় বনের নিজের গন্ধ
করব না তো সীমার ভেতর বন্ধ।
থাকবি যদি আয় না হৃদয়ঘরে,
তোকে পিঞ্জরে রাখি কেমন করে?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন