কুকুর ছানা
আব্দুস সাত্তার সুমন
বোনের আনা কুকুর ছানা
হীরা তাহার নামটি,
গায়ের গতর তুলতুলে তার
পরিবারের প্রাণটি।
সাদা রঙের লোমের বাহার
থাকতো মোদের ঘরে,
ছোট্ট ছিলাম আমরা সবাই
অতীত মনে পরে।
চঞ্চলে ওই মিষ্টি ছানা
দেখতে বিদেশিনী,
টিফিনের টাকা গুছিয়ে
বিস্কুট রুটি কিনি।
সারাদিনই ওকে নিয়ে
খেলাধুলা করে,
হাড্ডি মাংস খেতে দিতাম
ভালো খাবার ওরে...
রাত্রি হলে ঘুমায় খাটে
আগলে রাখি তাকে,
চলে গেছে ওপারেতে
কল্পনাতেই থাকে।
হীরা তাহার নামটি,
গায়ের গতর তুলতুলে তার
পরিবারের প্রাণটি।
সাদা রঙের লোমের বাহার
থাকতো মোদের ঘরে,
ছোট্ট ছিলাম আমরা সবাই
অতীত মনে পরে।
চঞ্চলে ওই মিষ্টি ছানা
দেখতে বিদেশিনী,
টিফিনের টাকা গুছিয়ে
বিস্কুট রুটি কিনি।
সারাদিনই ওকে নিয়ে
খেলাধুলা করে,
হাড্ডি মাংস খেতে দিতাম
ভালো খাবার ওরে...
রাত্রি হলে ঘুমায় খাটে
আগলে রাখি তাকে,
চলে গেছে ওপারেতে
কল্পনাতেই থাকে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৫৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
খুব ভালো ছড়া।