জাগ্রত হই
আব্দুস সাত্তার সুমন
ঘুম থেকে উঠে সবাই
জাগ্রত হই,
ভেদাভেদ ভুলে এবার
মিলেমিশে রই।
কাঁধে কাঁধ মিলিয়ে আজ
কাজ করব ভাই,
দুর্যোগ মোকাবেলায়
একসাথে চাই।
হিন্দু মুসলিম অন্য ধর্ম
হাল ধরেছি জনে,
যতোটুকু পারি মোরা
থাকবো সর্ব ক্ষণে।
বন্যা ভাসে বাংলার ভূমি
আমরা কেন চুপ?
ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ দিয়ে
পূর্ণ করি কূপ।
কতটুকু সাধ্য আছে
সবাই এগিয়ে আসি,
আহ্বানের সারা দিয়ে
দেশকে ভালোবাসি।
জাগ্রত হই,
ভেদাভেদ ভুলে এবার
মিলেমিশে রই।
কাঁধে কাঁধ মিলিয়ে আজ
কাজ করব ভাই,
দুর্যোগ মোকাবেলায়
একসাথে চাই।
হিন্দু মুসলিম অন্য ধর্ম
হাল ধরেছি জনে,
যতোটুকু পারি মোরা
থাকবো সর্ব ক্ষণে।
বন্যা ভাসে বাংলার ভূমি
আমরা কেন চুপ?
ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ দিয়ে
পূর্ণ করি কূপ।
কতটুকু সাধ্য আছে
সবাই এগিয়ে আসি,
আহ্বানের সারা দিয়ে
দেশকে ভালোবাসি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন