বন্যার পানি নামছে
আব্দুস সাত্তার সুমন
বন্যার পানি নামছে এবার
যুদ্ধ হয়নি শেষ,
ঘরের ভিতর সর্প রাজা
করছে সমাবেশ।
কীটপতঙ্গের আনাগোনা
রোগের বসতবাড়ি,
বন্যায় সবই নিঃস্ব করে
ধ্বংসলীলা তারই।
আসবা পত্র পচে গেছে
স্বপ্ন গেছে মোরে!
জীবন সংগ্রাম করতে হবে
অগাধ ধৈর্য ধরে।
পাশে আছে যুবসমাজ
দেশের গণ্যমান্য,
জলোচ্ছ্বাসে হাত বাড়িয়ে
তুলে দিছে অন্য।
ভাঙবো না যে আমরা কেহ
নতুন দেশটি হবে,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
সকল জাতি রবে।
যুদ্ধ হয়নি শেষ,
ঘরের ভিতর সর্প রাজা
করছে সমাবেশ।
কীটপতঙ্গের আনাগোনা
রোগের বসতবাড়ি,
বন্যায় সবই নিঃস্ব করে
ধ্বংসলীলা তারই।
আসবা পত্র পচে গেছে
স্বপ্ন গেছে মোরে!
জীবন সংগ্রাম করতে হবে
অগাধ ধৈর্য ধরে।
পাশে আছে যুবসমাজ
দেশের গণ্যমান্য,
জলোচ্ছ্বাসে হাত বাড়িয়ে
তুলে দিছে অন্য।
ভাঙবো না যে আমরা কেহ
নতুন দেশটি হবে,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
সকল জাতি রবে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন