দশটি বছর পূরণ হল
কত সময় দিলাম,
ঝড় তুফানের বাধা ভেঙ্গে
বন্ধু মোরা ছিলাম।

কত স্বজন চলে গেছে
হাসি-কান্নার মাঝে!
বন্ধু কলিগ পরিচয়ে
স্মৃতির ধ্বনি বাজে।

দশটি বছর পূর্ণ হলো
পরের অধীন ছলে!
কর্মরত কর্পোরেশন
এগারোতে চলে।

অপরূপা সৈকতে যে
ভালো মনের ভেলা,
হাটি হাটি পা পা করে
বন্ধু মহল মেলা।

কত এলো চলে গেল
রাখে না যে কেউ!
চুল দাড়িতে পাক ধরেছে
যাচ্ছে সময় ঢেউ।

২৫৩
মন্তব্য করতে ক্লিক করুন