পিপীলিকা

আব্দুস সাত্তার সুমন আব্দুস সাত্তার সুমন

কর্মঠ এক বিশাল সেনা
পিপীলিকার বহর,
শৃঙ্খলাতে বদ্ধ করি
থাকে মাটির গহর।

মিলেমিশে চলে তারা
কাজ করে ধীরে,
টিকে আছে কোটি বছর
কীটপতঙ্গের ভিড়ে।

গরমকালে খাবার যোগায়
একই সাথে থাকে,
দুর্যোগ এলে মোকাবেলায়
নামে ঝাকে ঝাকে।

কারিগরি রাষ্ট্র গঠন
প্রাচীন যুগের প্রথা,
বলা আছে মহা গ্রন্থে
পিপীলিকার কথা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন