রথযাত্রা
– বিপুল চন্দ্র রায়
বিপুল চন্দ্র রায়
আকাশে আজ মেঘের খেলা,
চলো যাই রথযাত্রার মেলা।
জগন্নাথ দেবের আগমনী সুর,
ভক্তের মনে ভক্তি ভরপুর।
কত সাধু, কত ভক্ত,
হরিবোলে মুখরিত পথ।
সারি সারি ভক্তের ভিড়,
উলুধ্বনি আর শঙ্খ বাজে,
রথের রশি টানে সবে,
পুণ্য লাভের আশায় ভবে।
শান্তি আর প্রেমের বার্তা নিয়ে,
রথ চলে যায় বৃন্দাবনে।

৩৬
মন্তব্য করতে ক্লিক করুন