কবিতা - চোখের জলও সুখ চিনেছে সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা তোমার গন্ধ আর আসে না ছুঁই না তোমার চুল, সত্যি বলছি, তোমায় নিয়ে ভাবি না বিলকুল। তবুও কেন কান্না আসে কারণটা কি জানো? চোখের জলও সুখ চিনেছে মিথ্যে অভিমানও। ♥ ০ পরে পড়বো ৩৩৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন