আব্দুস সাত্তার সুমন

কবিতা - চাঁদনী রাত

লেখক: আব্দুস সাত্তার সুমন

চাঁদনী রাত
আব্দুস সাত্তার সুমন

সাদা আভায় রশ্মি বিলায়
সূর্য ডোবার সাথে,
মিষ্টি আলোয় তোমায় খুঁজে
গভীর চাঁদনী রাতে।

ধানের শীষে সরষে বাগান
আধো আলো ছায়া,
শিউলি তলায় গোলাপ জলে
ভালোবাসার মায়া।

আমাবস্যা সরে যাবে
আমার বাড়ির ছাদে,
বসুন্ধরায় নেমে আসবে
পূর্ণিমারী চাঁদে।

মেঘলা আকাশ ছন্দ তারায়
মোহনাতে মেলা,
কাব্যগাথায় জোসনা রাতে
প্রদীপ আলোর খেলা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৬৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. ভালো লাগলো

মন্তব্য করতে এখানে ক্লিক করুন