নিশুতির ট্রেন!
যে পথ তোমাতে দামি
সেখানেই যাবো আমি
চেয়েছিনু) হোক যত দূর –
বলো তো নামিয়ে গেলে
কোন মধুপুর!
এখানে আঁধার কত
বাড়ছে যা অবিরত
প্ল্যাটফর্ম) হয় কি এহেন?
নিশুতির ট্রেন!
আমি যে দাঁড়িয়ে একা
কারোরই মিলে না দেখা
কোথায় সে’) আজানের সুর?
বলো তো নামিয়ে গেলে
কোন মধুপুর!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন