বিপুল চন্দ্র রায়

কবিতা - ডাক দিয়ে যাই জাগো

লেখক: বিপুল চন্দ্র রায়

হে মনুষ্য জীব,জ্বালাও সনাতন ধর্মের প্রদীপ।
গীতার আলোয় আলোকিত করো ধরণী।
যেথায় হরিনাম সংকীর্তন ছুটে চলো,
হৃদয়ে করো ধারণ হরিনাম বৃথা হবে না এ জীবন।
শুদ্ধ চিত্ত মনে লও হরিনাম
থাকবে না দুঃখ-কষ্ট পাবে পরিত্রাণ।
আসুন সবাই সচেতন হই সচেতন করি,
নিজে গীতা পড়ি অন্যকে গীতা পড়তে উৎসাহ করি।
হরিনাম সংকীর্তন করি,আমরা সুন্দর হিন্দু সমাজ গড়ি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন