সিদ্ধিদাতা গণেশ
-বিপুল চন্দ্র রায়
গণেশ ঠাকুর সিদ্ধিদাতা,
প্রথমে তোমায় পূজা করি।
সকল ক্লেশ হয় দূর,
তুমি যে সিদ্ধিদাতা হরি।।
শুভ কাজে তোমায় স্মরি,
মূষিক তোমার বাহন।
সকল কাজে দাও সিদ্ধি,
তুমি যে গণপতি ধন।।
প্রথম পূজ্য সবার কাছে,
গণেশ ঠাকুর সদা ভক্তের মনে।
গণেশ পুজো করলে পরে,
কঠিন বাধা কাটে সব।।

মন্তব্য করতে ক্লিক করুন