দর্পণ কবীর

কবিতা - ছেঁড়াপংক্তি

লেখক: দর্পণ কবীর

রাশি রাশি ফুটুক ফুল
বনে লাগুক হুলস্থূল!
আমার তাতে কী?
মনের আগুন দিয়ে শুধু
তোমায় পোড়াচ্ছি।
বুকের ভেতর পাহাড় ছিলো
এখন ভেঙে পাথর
পাথর গলে নদী হলো
তোমার প্রেমে কাতর।
কথার পাথর জমে।
জমে তা জমাট বাধে
আগুন কি আর কমে?
হঠাৎ করে যদি
আগুন তোমায় দেয় পুড়িয়ে,
পোড়ায মনের নদী।
সাধ্য বলো কার
ঠেকায় তখন পাথর ও নদীর একাকার!
আমায় নিয়ে তোমার ভেতর
অন্যরকম বোধ
তোমার উপর আমি নেবো
এক জীবনের শোধ!
আকাশ ভেঙে বৃষ্টি পড়ুক
গাছেরা কাঁপুক ঝড়ে
ঝড়ের কাঁপন উঠুক না হয়
তোমার মনের ঘরে।
এ জীবনের যে পথ ছিলো
স্বপ্নালোকে আঁকা
সে পথ আজো তেমনি আছে
গোপন প্রেমে ঢাকা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন