যে গল্পের তুমি টেনেছিলে ইতি
সে গল্পের হয়নি তো শেষ, জেনে
কাঁপিয়োনা ভ্রুকুটি।
চাইলেও সবকিছু হয়না তো নিজের মতো
কখনও বা অলক্ষে থেকে যায় ক্ষত।
ছায়া হয়ে তাড়া করে দুঃসহ স্মৃতি।
গল্পের শেষ জেনে বুক ছিল দুরু
পরে দেখি শেষ নয়, হয়েছে তা শুরু।
যেখানেই শেষ হোক, রেখে যাই প্রীতি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন