জয়দেব বেরা

গল্প - ক্যারিয়ার হিসেবে : সাইকোলজিক্যাল কাউন্সেলিং : মেডিক্যাল ভিত্তিক

লেখক: জয়দেব বেরা
প্রকাশ - মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ধরণ: অন্যান

গল্প –

গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব,
সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল,উলুবেড়িয়া

বর্তমান এই বিশ্বায়নের যুগে ‛কাউন্সেলিং’ শব্দটি প্রায় প্রত্যেকেরই কাছে সুপরিচিত। বিশেষ করে মনোবিদ্যা psychology, সমাজতত্ত্ব sociology এবং সমাজকর্ম social work বিষয় সহ আরও অন্যান্য চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কাছে এই ‛কাউন্সেলিং’ শব্দটি অতি পরিচিত। আক্ষরিক অর্থে কাউন্সেলিং বলতে বোঝায় পরামর্শ প্রদান। ব্যক্তিগত, সামাজিক, মানসিক, শিক্ষাগত সমস্যার সমাধানে পেশাদার ব্যক্তির নির্দেশনা গ্রহণ ও অনুসরণ করার নামই হল কাউন্সেলিং। অন্যভাবে বললে বলা যায়, যে প্রক্রিয়ার মাধ্যমে ‛ক্লায়েন্ট’ একজন ‛কাউন্সেলারের’ সাহায্যে তার মানসিক গঠন, ব্যক্তিত্বের ধরন, চিন্তা-ভাবনা, আচরণের ব্যাখা খুঁজে পান এবং নিজের সমস্যা মিটিয়ে স্বনির্ভর হতে পারেন, সেই প্রক্রিয়াই হল কাউন্সেলিং। এই কাউন্সেলিং মূলত দুই ধরনের হতে পারে – 1 Individual Counselling, 2 Group Counselling। এই কাউন্সেলিং এর পরিধি খুবই ব্যাপক। এর মধ্যে যে বিষয় গুলো যুক্ত থাকে সেগুলি হল – এডুকেশনাল কাউন্সেলিং, কেরিয়ার কাউন্সেলিং, বিজনেস কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং এবং সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিং প্রভৃতি। যারা এই কাউন্সেলিং গুলো করায় তাদেরকে বলা হয় ‛কাউন্সেলার’ counsellor এবং যাদেরকে কাউন্সেলিং করা হয়ে থাকে বা যারা কাউন্সেলিং করাতে আসে তাদেরকে বলা হয় ‛ক্লায়েন্ট’’কাউন্সেলি’।

আমি মূলত এই আর্টিকেলটিতে ‛সাইকোলজিক্যাল কাউন্সেলিং’ এর ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। কীভাবে সাইকোলজিক্যাল কাউন্সেলর হওয়া যায় বা পেশা হিসেবে এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং কে কীভাবে নির্বাচন করা যেতে পারে, কোথায় কোথায় চাকুরীর সুযোগ-সুবিধা গুলো রয়েছে, কোথায় কোথায় এর ডিগ্রী গুলো পড়াশোনা করা যায় এবং এই ডিগ্রী অর্জন করতে যোগ্যতা কী কী লাগে প্রভৃতি।

সাইকোলজিক্যাল কাউন্সেলিংমেডিক্যাল ভিত্তিক কাউন্সেলিং এর বিষয়টি মূলত মনোবিদ্যা, সমাজতত্ত্ব, সমাজকর্ম প্রভৃতি সহ চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কাছে খুবই গ্রহণ যোগ্য একটি বিষয়।মনোবিদ্যা, সমাজতত্ত্ব, সমাজকর্ম প্রভৃতি বিষয়ে B.A.M.A.M.philP.hd. করার পর এবং চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা M.B.B.S. B.Sc. NursingG.N.M. পাশ করার পর RCI Rehabilitation Council of India স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘কাউন্সেলিং’এর উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করলে তারা পেশাদারী কাউন্সেলার হিসাবে পেশেন্ট এর কাউন্সেলিং করাতে পারবেন। এক্ষেত্রে যদি ‘Special Educator’ RCI Approved এর কোর্সটি করা থাকে তাহলে পেশা হিসেবে কাউন্সেলিং এর বিষয়টি আরও স্বয়ংসম্পূর্ণ হবে। কারণ এই ফিল্ডে RCI এর রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ।

কাউন্সেলিং এর যে কোর্স গুলি রয়েছে সেগুলি হল- ‘Advanced Diploma in Child Guidance and Counselling’, ‘P.G. Diploma in Psychological Counselling Guidance’, ‘P.G.Diploma in Rehabilitation Psychology’, ‘P.G. Diploma in Counselling’, ‘P.G.Diploma in Clinical Psychology’, ‘P.G.Diploma in Counselling and Family Therapy’ প্রভৃতি। এই কোর্স গুলি মূলত রেগুলার ও ওপেন মোডে করা হয়ে থাকে।যদিও এই কোর্স গুলো রেগুলার ভাবে করাই বেশি প্রযোজ্য। পশ্চিমবঙ্গের যে সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোতে এই কোর্স গুলো পড়ানো হয় সেগুলি হল- যাদবপুর বিশ্ববিদ্যালয়,কলকাতা বিশ্ববিদ্যালয়,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, IGNOU, NSOU প্রভৃতি সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়।

এই কাউন্সেলিং এর চাকরির ক্ষেত্র গুলি হল- স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, NGO, জুভেনাইল কোর্ট, অনাথ আশ্রম, প্রতিবন্ধী হোম, বৃদ্ধাশ্রম, শিশু হোম, মানসিক হাসপাতাল, ব্লাড ব্যাংক,রিহ‍্যাবিলিটেশন সেন্টার, কারেকশনাল হোম, বিভিন্ন ক্লিনিক প্রভৃতি সহ আরও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলি। যে পদ গুলিতে নিয়োগ করা হয়ে থাকে সেগুলি হল- ICTC Counselor, STI counselor, Blood Bank Counselor, NCD clinic counselor, Hospital Counselor, psychiatric social worker, NGO counselor প্রভৃতি সহ আরও অন্যান্য Counselor এর পদগুলি।এই সব পদ গুলিই কিন্তু মেডিক্যাল ভিত্তিক। এছাড়াও নিজেরা ক্লিনিক খুলে বা বাড়ি বাড়ি গিয়েও কাউন্সেলিং করাতে পারবেন। এইভাবে কাউন্সেলিং কে একটি পেশা হিসাবে গ্রহণ করা যেতেই পারে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন