দুঃখ
জয়দেব বেরা
বাড়ির চারপাশে -
বসে আছে দুঃখ গুলো।
খিদের জ্বালা গুলো
মনে হচ্ছে বজ্রের মতো কঠিন।
রক্ত বন্ধক দিয়ে,
বাবা বাড়ি ফিরে চাল নিয়ে।
মা এর রান্না করা ভাত গুলো
আমরা বসে খাই দুঃখ দিয়ে।
মরুভূমির মতো, মায়ের চোখে -
দেখি দুঃখের ছবিগুলো !
দুঃখকে সঙ্গী করে, আজও আমরা
বেঁচে আছি শুধু একটুকু হাসি নিয়ে।
বসে আছে দুঃখ গুলো।
খিদের জ্বালা গুলো
মনে হচ্ছে বজ্রের মতো কঠিন।
রক্ত বন্ধক দিয়ে,
বাবা বাড়ি ফিরে চাল নিয়ে।
মা এর রান্না করা ভাত গুলো
আমরা বসে খাই দুঃখ দিয়ে।
মরুভূমির মতো, মায়ের চোখে -
দেখি দুঃখের ছবিগুলো !
দুঃখকে সঙ্গী করে, আজও আমরা
বেঁচে আছি শুধু একটুকু হাসি নিয়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন