জয় গোস্বামী

কবিতা - বিচ্ছেদের পর

লেখক: জয় গোস্বামী

একদম ফুটন্ত জল ঢেলে দিয়ে গায়ে

উদভ্রান্ত কুকুর ছুটল রাস্তায় রাস্তায়

চলন্ত অটোর সঙ্গে একবার ধাক্কা লাগে
গায়ের ওপরে এসে পড়া
রিকশাওয়ালার লাথি খায়

উদভ্রান্ত কুকুর ছুটছে রাস্তায় রাস্তায়

জ্বালাপোড়া থামাতে পারছে না

জ্বালাপোড়া থামাতে পারছে না

৬৪৬
মন্তব্য করতে ক্লিক করুন