মনে-মনে পুড়ে যাচ্ছি
বুঝতে পারছ না?

একদিন তোমার ভরসা আমিই তো ছিলাম
পারি না ভিক্ষুক হতে জগত্সম্মুখে
আজকে আমাকে তুমি তুষানলে বসিয়ে রেখেছ

বসে আছি দম চেপে
শেষ হয়ে আসা প্রাণটুকু
দুটি হাতে ধরে

পরে পড়বো
২৮৩
মন্তব্য করতে ক্লিক করুন