লকডাউন

মুসা

ঝড় বন্যার পরলে কবল দুর্যোগ বলি যারে;
করোনার এই বিপর্যয়টা দুর্যোগ হতে পারে;
বিপর্যয়টা দুর্যোগ এক জানিনা সকল জনে,
লকডাউন কে মেনেই চলার প্রতিজ্ঞা করো মনে।

নিজের জন্য দশের জন্য থাকবে নিজের ঘরে,
নয়তো একের বিপদ গিয়েই সবার মাথায় পরে।
সাত দিনেরই লকডাউনের শ্রদ্ধায় মানো আইন
নয়তো ঘরের বাইরে-গেলে খাইবে কঠিন ফাইন।

হয়তো তোমার তাজা রক্তেই করো গাফিলতি!
দুর্বল দেহে মা বাবা-দাদার শেষ পরিণতি।
চাল ফুরালেই চাল-জুটিবে প্রাণ যদি যায় ফুরে,
ফিরবে না আর এই কোনদিন তোমার দরজা জুড়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন