পিঁপড়ে ডানা

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

বাঁধনহারা আবেগ বিকোয়
সস্তা বাজার দরে,
পিঁপড়ে ডানায় ভর করে সব
আগুন খুঁজে মরে!

এ মন থেকে ও মনে ঝাঁপ
ভাঙা-ভাঙির খেলা,
পথের শেষে নিজের ভাগেই
করুণ অবহেলা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন