বেঁচে থাকা

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

মরার জন্যই বেঁচেই চলেছি
প্রতিদিন প্রতিক্ষন,
পড়ে থাকে সব স্মৃতির গল্প
প্রিয়জন-প্রয়োজন।

তবুও হঠাৎ দুটি চোখ বেয়ে
ঝরে যায় পিছুটান,
মৃত্যুর কাছে মূল্য পায় না
অস্থির অভিমান।

সময়ের কাছে ধার বাকি নেই
নগদের কারবার,
মৃত্যুর চেয়ে এতটা আপন
হয় না যে কেউ আর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন