ঠকে যাওয়া ঢের ঢালো

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

ডেকে ডেকে তোকে ক্লান্ত হয়েছি
হেঁটে গেলি কার সাথে?
অভিমানে নয়, হারালি রে তুই
কি দারুণ অজুহাতে!

ঠকে গিয়ে আজ ভালোই আছি রে
নেই আর অগোছালো,
এই পৃথিবীতে ঠকানোর চেয়ে
ঠকে যাওয়া ঢের ভালো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন