বলতে গেলে বারান্দাটাও সূর্য ওঠায় খুশি
ক’ দিন ধরে রাখছিল সে মনখারাপ পুষি
আজ সকালে তার গায়ে কমলা রোদ কত!
এমন আলোর জন্য পৃথিবীর চাহিদা শাশ্বত
মাখ রে বারান্দা, ঘরদোর যত পারিস আলো
কপালে আমাদের আর কী আছে ভালো?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন