শুভশ্রী রায়

কবিতা - হুমকি

লেখক: শুভশ্রী রায়

আমার নামে ক’বি না তুই যাতা
ঘাড় থেকে নামিয়ে দেব মাথা
উড়িয়ে দেব তোর কাব্যখাতা
পুড়িয়ে দেব গল্পলেখার হাতা।
লেখ তোরা ভীষণ মেপে মেপে
আমার পাপ পুরো রাখিস চেপে
ছাপা বলেই কাহিনীটাও মাফ
মোটেই নয়, বলে দিলাম সাফ।

দলের কাছে লেখালিখি শিখিস
তারপরে খানিক প্রসাদ ভিখিস
কোন গ্রহের চিজ রে তুই লেখক
যে বলবি এমন কিছু, যা হক!
আর আমরা করব তা বরদাস্ত
তোদেরকে রাখব না তো আস্ত
ঘাড় থেকেও সরতে পারে মাথা
না লিখলে দলের মতো গাথা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন