আমার বাড়ি-ঘর নেই,মাথা গুঁজানোর ঠাঁই নেই।
ভিনদেশে ভিনদেশী আমি আজ রিফুজি আমি।
সভ্য সমাজে অসভ্য আমিও,অন্যায় এর প্রতিবাদ করিনি।
সুশীল সমাজের ভদ্র বাবু_
সেদিন জনসম্মুখে আমাকে জবাবদিহি করেছিল,
আমার জমি জমা দখল ও বাড়ি ঘর ভাঙচুর করেছিল কেন?
যে প্রশ্ন আমি সুশীল সমাজকে করব,
সেই প্রশ্ন উল্টো আমাকে ছুড়ে মারল,
আমি নির্বাক !বিরোধীপক্ষ যে অন্যায় অত্যাচার করল,
আমার জমি জমা দখল ও বাড়ি ঘর ভাঙচুর করল,
আমাকে ওরা খুঁজে বের করে,অমানবিক ভাবে চাবুক চাপড়ায় অনবরত।
তবুও কেউ প্রতিবাদ করেনি,ন্যায় বিচারও পাইনি।
আমি বিচার চাইবো কার কাছে,বিচার করবে কে?
আজ যারা দিনের আলোতে সমাজের কর্তা বাবু,
তাঁরাই রাতের অন্ধকারে বেশ্যার দুয়ারের রাজা।
এদের কাছে বিচার চাইলে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে মাপ করবেনা তাই_
বিচার চাইবো ওই বিধাতার কাছে,
আজ যারা অসহায় ব্যক্তির উপর অন্যায় অত্যাচার করছে,
আমার মতো সহজ সরল ব্যক্তিকে যারা রিফুজি বানায়,
তাঁদের শাস্তি চাই,এই পৃথিবীতে যেন তাঁদের বিচার হয়।হ্যা!শাস্তি চাই আমারও
আমি সেদিন অন্যায় এর প্রতিবাদ করিনি,আমিও শাস্তি চাই আমারও
রিফুজি থেকে মুক্তি হউক,বীভৎস মৃত্যু হবে আমার একমাত্র মুক্তি।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন