মামা আমার বিয়ে করেছে,

গাওঁ গ্রামের মেয়ে।

সাদাসিধা সহজ সরল

গুণবতী মেয়ে।

মামার ঘরে লক্ষী এসেছে,

শাস্ত্রবিদ্যা ধর্ম কথা জানে।

মামার বাড়ি এখন ধর্মশলা

মামার ঘরে লক্ষী এসেছে।

২৮৬
মন্তব্য করতে ক্লিক করুন