বিপুল চন্দ্র রায়

কবিতা - জীবন্ত ঈশ্বরী মা

লেখক: বিপুল চন্দ্র রায়

মা জননী দেবী স্বরুপিনী,জীবন্ত ঈশ্বরী,
মা জননী জগতের সকল প্রলয় প্রশান্তকারী,
মা জননী যে এই জগতের শেষ আশ্রয়স্থল।
মা জননী জগতের গর্ব ধারিণী তাই মা ধাত্রী,
মা জননী সন্তান জন্মদেন তাই মা জননী,
মা জননী লালন -পালন করেন তাই মা অম্বা।
মা জননী জগতে দেবীজ্ঞান শ্রদ্ধা করি এসো,
মা জননী জগতের যে নাথ,জীবন্ত ঈশ্বরী।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন