ঝরাপাতা বৃক্ষগুলো বৃদ্ধার মতো দাঁড়িয়ে
রিক্ত বেশে মৃত্যু প্রায় অথচ
বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছে
বসন্ত এসে দান করে যৌবনের উন্মাদনা।
বসন্তে প্রকৃতিতে ফুল ফোটে
পত্রঝরা বৃক্ষে নবপল্লব
শুষ্ক মৃত্তিকাতে জাগায় কচি কিশলয়।
ভ্রমরের গুঞ্জনে কোকিলের কুহুতানে
শেষ বিকালের গোলাপি আলো
দূর আকাশে চোখ মেলে সন্ধ্যাতারা।
প্রকৃতি যেন নববধূর সাজে সজ্জিত
বসন্তে জাদুময়ী স্পর্শে হয়ে উঠে প্রাণবন্ত।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন